আমার কবিতায় লিখি আমি,
দুঃখী মানুষের কথা।
আমার কবিতায় লিখি আমি,
এবার মানবতার কথা।
আমার কবিতায় লিখি আমি,
প্রতিবাদের কথা।
আমার কবিতায় লিখি আমি,
অনিয়মের কথা।
আমার কবিতায় লিখি আমি,
জনম দুঃখীনির কথা.।
আমার কবিতায় লিখি আমি
সফল মায়ের কথা।
আমার কবিতায় লিখি আমি
একাত্তরের কথা।
আমার কবিতায় লিখি আমি
মুক্তিযুদ্ধের কথা।
আমার কবিতায় লিখি আমি।
স্বাধীনতার কথা।
আমার কবিতায় লিখি আমি,
শহীদ জিয়ার কথা।
আমার কবিতায় লিখি আমি,
জয় বাংলার কথা।
আমার কবিতায় লিখি আমি,
বঙ্গবন্ধুর কথা।
আমার কবিতায় লিখি আমি,
পদ্মা যমুনার কথা।
আমার কবিতায় লিখি আমি
বাংলাদেশের কথা।
আমার কবিতায় লিখি আমি,
চন্দ্র সূর্যের কথা।
আমার কবিতায় লিখি আমি
নীল আকাশের কথা।
আমার কবিতায় লিখি আমি,
এই প্রকৃতির কথা।
আমার কবিতায় লিখি আমি,
পাখ- পাখালির কথা।
আমার কবিতায় লিখি আমি
লালসবুজ পতাকার কথা।
আমার কবিতায় লিখি আমি
দুটি রঙের কথা।
আমার কবিতায় লিখি আমি,
সারা বাংলার কথা।
আমার কবিতায় লিখি আমি,
একটি মানচিত্রের কথা।