আসাদুজ্জামান খান মুকুল
ময়মনসিংহ সুন্দর জেলা এই জেলায় গ্রাম আছে মেলা
আমার সাভার গ্রাম,
নান্দাইল উপজেলার মাঝে গ্রামটি মোড়া অরূপ সাজে
ইহার অনেক নাম!
শ্যামলীমার দৃশ্যে গড়া পুকুর ডোবায় মাছে ভরা
আছি আমরা বেশ,
অবারিত মাঠের মাঝে ফসল দোলে সকাল সাঁঝে
রূপের নাই রে শেষ!
ভোর বেলাতে পাখির ঝাঁকে বসে ডাকে গাছের শাখে
ভাঙে এতে ঘুম,
চাষী ছুটে মাঠের পানে আগাম দিনের সুখের টানে
লাগায় কাজে ধুম!
রাখাল ছেলে গাছের ছায়ে মন উদাসে দক্ষিণ বায়ে
বাঁশির তুলে সুর,
বাঁশির সুরে মাতাল করে পরানখানি যায় যে ভরে
দুখ হয়ে যায় দূর!
আমার গ্রামে কে কে যাবে গেলে ফুল ফল অনেক পাবে
একবার দেখতে যাও!
সেথায় গেলে মিটবে আশা পাবে লোকের ভালোবাসা
চড়বে সুখের নাও!