রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন

আমির হুসাইন রাজবাড়ী র দুটি কবিতা

Coder Boss
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২ Time View

ছুটে আয় যুবক সেনা
——————————

ছুটে আয় যুবক সেনা!
ভাঙরে তোরা ,
অত্যাচারীর লৌহকপাট
ফিরিয়ে নিয়ে আসরে তোরা
ইনসাফেরি রাজপ্রাসাদ।
তোরা আজ দে হুংকার
আয় রে তোরা
দেখব মোরা,
অত্যাচারার জুলুমবাজীর
সময়-সীমা।
আজ হয়তো তোরা
দিবি কর,
নয়তো তোরা
কালিমা পড়।

তাদের কাতারে শামিল করো
—————————————

রাত যখন হয় গভীর
দুনিয়াবাসী হয় বিভোর
শয়নে স্বপনে।
তখন একদল ঘুম ভেঙ্গে
যায় দাঁড়িয়ে প্রভূর কাছে –
জায়নামাজে গুনাহমাফে।
যাদের রাতের তাহাজ্জুদের কান্নায়
ভেঙে যাওয়া মন ওঠে দাড়ায়,
শেষ রাতে প্রভূর ভালোবাসায়।
যাদের দুনিয়াবাসীর ঘুম না ভাঙতেই
দোয়া কবুলের আনন্দে –
আবার যায় দাঁড়িয়ে মুসল্লায়
তাদের কাতারে শামিল করো
ওগো প্রভূ দয়াময়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102