রাজকন্যার প্রেম
============
রাজকন্যার দেখলাম ছবি
রাজবাড়ীতে প্রেম,
বহরপুরে শুরু হল
নতুন নতুন প্রেম৷
বালিয়াকান্দিতে হাই হ্যাল
কেটে গেল দিন,
তার পরে যে বেড়ে গেল
মোবাইল ফোনের বিল।
পাংশা থানায় গেলাম আমি
রাজকন্যার বাড়ি,
দেখলাম সে যুবতী নয়
তিন সন্তানের জননী।
—————–
মোবাইল ২
—————-
পোলাপান আছে যারা
মোবাইল পেলে তারা,
গেমস ছাড়া —
আর কিছু বুঝে না।
কেউ বা গভীর রাতে
মোবাইলে কান পেতে,
পরের মেয়েকে বলে
কথা কেন বল না।
অবৈধ প্রেম খেলা
সারা দিন কথা বলা,
মোবাইল ছাড়া যেন
জীবন চলে না।