আফিয়া আইশা বিনতু আয়াছ
আমি লাঞ্চিত হয়েছি হাজারবার হাজারো লোলুপদৃষ্টির মানুষরূপী পশু থেকে…
আমি লাঞ্চিত হয়েছি হাজারবার কখনো কথার বিষে, কখনো নিঃশব্দ হাসির তিরে…
আমি লাঞ্চিত হয়েছি হাজারবার চরিত্রহীনের নিকৃষ্ট মানসিকতার কবলে পড়ে…
আমি লাঞ্চিত হয়েছি হাজারবার মিথ্যা বিচার, নোংরা চাহনি আর সমাজের অপবাদে…
আমি লাঞ্চিত হয়েছি হাজারবার নারী হয়ে জন্মেছি বলে…
আমি লাঞ্চিত হয়েছি হাজারবার প্রেমিকের চোখের নোংরা চাহনিতে…
আমি লাঞ্চিত হয়েছি হাজারবার যখন নীরব থেকেছি অসম্মানের শিকার হয়ে…
আমি লাঞ্চিত হয়েছি হাজারবার বাসে, ট্রেনে, হাটে, বাজারে…
আমি লাঞ্চিত হয়েছি হাজারবার হাজারো কাপুরূষের কামের খোঁজে…
আমি লাঞ্চিত হয়েছি হাজারবার কখনো মুখের ভাষায়, কখনো অযাচিত স্পর্শে…
আমি লাঞ্চিত হয়েছি হাজারবার সমাজের কুরুচিপূর্ণ দৃষ্টিভঙ্গি বদলাতে না পেরে…
আমি লাঞ্চিত হয়েছি হাজারবার মা, বোন, স্ত্রী, কিংবা মেয়ের পরিচয়ে…