কবিতাংশে কবির বিদায়পত্র
---------------------------------------
আমি মরে গেলে,
তুমি আমাকে অশ্রুজলে বিদায় দিয়ো না।
কবিতার পাতায় লিখো কিছু শব্দ,
যা আমার জীবনের গল্প বলে।
আমার কবিতা রেখো বাতাসের কাছে,
যেন সে বয়ে নিয়ে যায় দূরদেশে।
আমার স্বপ্নগুলো ছুঁড়ে দিও আকাশে,
তারা হয়ে জ্বলুক চাঁদের পাশে।
আমি মরে গেলে,
আমার নামে ফুল দিও না কবরে।
তার চেয়ে বরং গাছ লাগাও মাটিতে,
যেখানে পাখিরা গান গেয়ে আমাকে মনে রাখবে।
আমার স্মৃতি রাখো শূন্যতায়,
যেখানে সময়ের ভাঁজে ভাঁজে বয়ে চলবে।
আমি থাকব শব্দের গায়ে,
তোমার প্রতিটি নিঃশ্বাসের কবিতায়।
আমি মরে গেলে,
আমাকে শূন্যতায় মুক্তি দিয়ো।
কারণ আমি কবি—
আমার মৃত্যুও এক নতুন কবিতা।
-------------
কাশফুল
-------------
যাবে নাকি কাশফুল বনে
লিখবো গল্প আপন মনে।
হারাবো শুয়ে তোমার কোলে,
শান্তি খুজবো পাখিদের কোলাহলে।
তুমি না হয় সাদা নীল পাইরে,
আমি নীল পাঞ্জাবি সাদা পাজামায়,
নীল আকাশে সাদা মেঘেরা যেমন পাড়ি জমায়।
কোলে শুয়ে তুমি কবিতা শোনালে,
যেমন গল্প তুমি আমার জীবনের বানালে।
তোমার বেনি করা চুলগুলো,
আমার জীবন যেমন করে রাঙ্গালো।
তোমার আলতো কাজলে রাঙ্গানো
চোখ,
সতেজ করে রেখেছে আমার বুক।
তোমার ছেড়ে যাওয়ার এই কালো রাত,
বুকে নামিয়ে এনেছিল আমার বিষাদ।তোমার ভালোবাসা আমার জন্য স্নিগ্ধ সকাল,
শেষ হবে না ভালোবাসা নামলেও কালো বিকাল।
কাশফুলে কাটানো সেই বিকেলে,
না বলে কেন তুমি আমার থেকে হারালে।