শীতের সময়
এসেছে শীতের দিন
বইছে শীতল হাওয়া
আরাম করে পিঠাপুলি
চলছে খাওয়া-দাওয়া।
শিশির ঝরে ঘাসের বুকে
আলতো ছুঁয়ে যায়
খোকাখুকু করে খেলা
দৌড়ে সারা গাঁয়।
কাঁথা মুড়ে বৃদ্ধ দাদু
সূর্যের দিকে চায়
মনে মনে সূর্যি মামার
গুনগান গায়।
প্রেমিক
রক্ত হিম করা ভয়কে সাহসে রুপ দেয়
কারো চোখের ভাষা কেড়ে নেয়
সে যেন এক প্রেমিক।
চামড়ার রঙের পার্থক্য আর
কিছুটা উঁচু কিংবা নিচুর বিভেদকে সরিয়ে
বেছে নেয় প্রেমের পথ৷
না জানা ভবিষ্যৎ, আলো বা আঁধারের উৎকণ্ঠা
মিথ্যা শক্তির উপাসনা না করে
আলোকিত হয় প্রেমিক।
সংগ্রাম
জীবনের সংগ্রাম চলছে অবিরাম
চলবে সীমাহীন নেই তার বিশ্রাম।
অগোছালো এলোমেলো বেহিসাবী মন
দিনরাত দিচ্ছে শুধু জ্বালাতন।
নেই কোন চাওয়া-পাওয়া সাদামাটা দৃশ্য,
দুনিয়ায় বেঁচে থাকা এমনটাই সৃষ্ট।
নামঃ ইমরান খান রাজ
প্রাক্তন শিক্ষার্থী, বি.বি.এস, পদ্মা সরকারি কলেজ, দোহার - ঢাকা।