যাযাবর
এই মিছে দুনিয়ায় আছি
যাযাবরের বেশে,
কবর মাঝে থামবো মোরা
গিয়ে অবশেষে।
টাকা পয়সা গাড়ি বাড়ি
থাকবে পড়ে সব,
বন্ধ হবে সেদিন মোদের
সকল কলরব।
আমল ছাড়া সাথে সেদিন
যাবে তো কিছু,
এই দুনিয়ায় ছাড়ছি না তো
আমরা পাপের পিছু।
হাশর দিনে দয়া করো
হে প্রভু দয়াময়,
আমল যেন করতে পারি
থাকতে হাতে সময়।
পথশিশু
দুখের অনল বুকের মাঝে
জ্বলছে দিবা রাত,
ফুটপাত আজ কাটে জীবন
জোটে না মুখে ভাত।
কে বাবা মোর মা বা কোথায়
জানি না তো কিছু,
এই সমাজে বাঁচি মোরা
করে মাথা নিচু।
এই শহরের মানুষ গুলো
ভীষণ স্বার্থপর,
মোদের তারা দেয় যে গালি
মারে লাথি চড়।