রূপালী বাংলা
——————–
সোনালী রূপালী শস্য শ্যামল
রক্ত গড়া দেশ,
ধরলি কেনো তোরা আবার
ঐ শকুনের বেশ।
রক্ত দিয়ে গড়া আমার
খাটি সোনার বাংলা,
আবার কেনো অস্ত্র নিয়ে
করলি তোরা হামলা।
স্বাধীন দেশে স্বাধীন কথা
বলবে আমার ভাই,
স্বাধীন দেশে স্বাধীন ভাবে
আবার বাচতে চাই।
চব্বিশের স্বাধীনতা মোরা
পেলাম নতুন করে,
স্বাধীনতা সারাজীবন
রাখবো মোরা ধরে।
দেশের মানুষ হক কথা
বলবে স্বাধীন ভাবে,
এই দেশের কোটি মানুষ
থাকবে নতুন বেশে।
রূপার মতো বাংলা আমার
ঝড়লো কেনো রক্ত,
তোদের মন কেমন করে
হলো এতো শক্ত।
——————-
হেমন্তের ডাক
——————-
হেমন্তের ডাক ফুরফুরে
শীতের মৃদু আবাস,
ধান পাকা তার সুদূর ঘ্রাণ
খেজুর গুড়ের সুভাস।
বধূর কাধে কাজ এসেছে
হেমন্তের ডাক নিয়ে,
কৃষক কৃষিনী ছুটাছুটিতে
মাঠের কাদা পায়ে।
শীতের দিনে খেজুর রসে
সুভাস চারদিকে,
পিঠা পুলির আভাস যেনো
হেমন্তের ঐ ডাকে।
গ্রাম বাংলা সাজবে আবার
নতুন মাসকে পেয়ে,
সৌন্দর্যের ঐ লীলাভূমি
দেখবে সবাই চেয়ে।
কৃষকের কাধে ধানের বোঝা
আনন্দ ঘরে ঘরে,
নতুন ধানের পিঠাপুলি খাবে
মনের আমেজ ভরে।
নতুন আমেজ নতুন সুভাস
হেমন্তের ঐ ডাকে,
সুঘ্রাণ আর সুভাস যেনো
ভাসছে বাঁকে বাঁকে।
——————-
হৃদয়ে আছো
——————-
তুমি আছো হৃদয়ে
সুখ শান্তির মাঝে,
আমি নামক মানুষটি
তোমার প্রেমে সাজে।
আল্পনা আর কল্পনা
তোমার থেকে আসে,
গল্প করি যখন আমি
তোমার পাশে বসে।
একটি গাছে দুটি পাখি
তুমি আমি মিলে,
সুখ দুঃখে থাকতে চাই
আধার পথটি চলে।
আমার তোমার এক সাথে
আসুক যত বাধা,
প্রেমের ডরে রাখবো বেধে
নামুক যতই সুধা।
আধার রাতে হারিয়ে গেলে
খুজবো তখন আমি,
কলিজাটা আমার কাছে
অনেকখানি দামি।
রাগ অভিমান খুনসুটি
থাকবে আমায় কাছে,
যতই আসুক ঝড় বৃষ্টি
তোমার আমার মাঝে।
————–
ফেব্রুয়ারি
—————
ফেব্রুয়ারির একুশ তারিখ
রক্ত ঝরা যুদ্ধ,
ভাষার জন্য যুদ্ধ করে
হয়েছে সবাই ক্রুদ্ধ।
ফাগুন মাসে আগুন ঝরে
কৃষ্ণচূড়া শাখে,
রক্ত দিয়ে যুদ্ধ করে
সুখ দিয়েছে মাকে।
প্রভাত ফেরি প্রভাত ফেরি
আমায় নিবে সঙ্গে,
বাংলা আমার খাঁটি ভাষা
জন্মেছি এই বঙ্গে।
ভাষা নিয়ে ব্যাথা আমার
ভাষা নিয়ে কথা,
ভাষার জন্য যুদ্ধ করে
পেয়েছি স্বাধীনতা।
সালাম বরকত রফিক শফিক
রক্ত দিয়েছে ঢেলে,
বাংলা ভাষা পাওয়ার আশায়
জীবন হারালো ছেলে।
একুশ মানে সাহস সবার
রাজ পথে ছুটে আসা,
শত শহীদের রক্তের বিনিময়ে
পেয়েছি স্বাধীনতা।
বাংলা মায়ের বীর ছেলেরা
উজ্জ্বল শপথ করে,
রহিম গেলেন শপথ নিয়ে
আর ফিরলেন না ঘরে।
অ ক খ বর্ণমালায় সিক্ত
আমার মন,
জীবন দিলেন কত মানুষ
সবাই আপন জন।