সন্ধ্যা নামে, আলো ঝরে,
দিনের শেষে সময় থমকে পড়ে।
আকাশে মাখা সোনালি আভা,
তবু মন কেন থাকে ব্যথাভরা?
দামে জ্বলছে বাজারখানা,
চাল-ডালের হিসাব টানা।
কাগজে ছাপা সাফল্যের খবর,
পেটে শূন্যতা, স্বপ্ন ভাঙার জ্বর।
শিক্ষিত মুখ, চাকরি নাই,
যন্ত্রণা কেবল হৃদয় ভাই।
বাতাস বিষাক্ত, নদীর জলে বিষ,
বেঁচে থাকার যুদ্ধেও নেই স্বস্তির নিশ্বাস।
তবুও মানুষ, হাল ছাড়ে না,
স্বপ্ন দেখে, জ্বালায় প্রদীপ তলা।
এই সন্ধ্যা পেরিয়ে ভোর আসবে,
অন্যায়ের রাজ্য সত্য বাসবে।
আসুক দিন, মুক্তির গান,
মানুষ হবে এক, হবে নতুন প্রাণ।
সন্ধ্যার আলো মুছে যাবে কাল,
ভালোবাসা গড়বে নতুন মহাকাল।
সততা নিয়ে চললে, সফল হবে পথ,
নিষ্ঠা দিয়ে কাজ করলে কাটবে যত ক্ষত।
শ্রম দিয়ে করো চেষ্টা, শিখে নাও কাজ,
ধৈর্য ধরে এগিয়ে চলো, পাবে তোমার সাজ।
একদিনে হয় না কিছু, লাগে সময় বেশ,
শ্রম আর যত্ন মিলে সফল হবে শেষ।
ভাবনা ছেড়ে এগিয়ে চলো, হবে সবই ঠিক,
শ্রমের ফলে গড়বে তুমি ভবিষ্যতের দিক।
সততার আলোতে পথ হবে সরল,
নিষ্ঠা থাকলে নিশ্চিত হবে জীবনের ফল।
কাজের দক্ষতায় পাবে সবারই সুনাম,
পরিশ্রমে সাফল্য পাবে, হবে তোমার দাম।
কাজের মাঝে খুঁজে নাও জীবনের সুখ,
সত্য আর নিষ্ঠা থাকলে দূর হবে দুখ।
মিথ্যে বলার মধুর কথা,
পথে আনে শত ব্যথা।
যতই দাও ছলনার রঙ,
মুছে যাবে সময়ের ঢং।
মিথ্যের মাঝে সুখের খোঁজ,
অন্ধকারে গড়ে রোজ।
সত্য ছাড়া নেই যে শান্তি,
মিথ্যে আনে বিভ্রান্তি।
সত্য বলো, মাথা উঁচু,
তাতে থাকবে সম্মান কিছু ।
মিথ্যাবাদী যতই চালাক,
শেষে হয় তারই তালাক।