এম.কে.জাকির হোসাইন বিপ্লবী
আমি আজও রয়েছি সেই সকালের সন্ধানে
যেই সকালটি থাকবে নির্ভয় সাহসী,
আলোয় ভরা সকাল থেকে বেরিয়ে আসবে
মুক্ত স্বাধীনতার হাসি।
যেই সূর্যের আলো আজ ঢেকে রয়েছে
অমানিশার কালো ছায়ায়,
সেই ছায়া কেটে ফুটবে আলো
নতুন এক বিজয়ের বার্তায়।
আমি সেই সকাল চাই,
যেই সকালের বার্তায় আসবে না আর
ধর্ষিত হয়েছে আমার বোন,
যেই সকালের খবরের কাগজে
আসবেনা কখনোও, কোনো ভাই হয়েছে খুন।
আমি সেই সকাল চাই,
যেই সকালের খবরের কাগজে থাকবে
আলোকিত বসুন্ধরার উন্নয়নের খবর,
লাঞ্ছিত মানবতার মুখে, ফুটবে হাসি
শেষ হবে অপেক্ষার প্রহর।
আমি ঠিক তেমন একটি সকাল চাই,
যেই সকাল জুড়ে থাকবে শুধু আনন্দ উল্লাস
থাকবে না কোনো বাবার, সন্তান হারা দীর্ঘ শ্বাস।
দুঃখিনী মায়ের মুখে হাসির বার্তা
শেষ হবে সমাজের সকল ত্রাস।
আমি পাবো কি সেই সকাল?
যেই সকালের সন্ধানে আজ আমি
কাব্যের ভাষায় কথা বলি,
অবহেলিত লাঞ্চিত জীবন আমার
তবুও সত্যের পথে চলি।
যে সকালটিতে পাখিদের মুখে
থাকবে স্বাধীনতার জয়ধ্বনি,
ধর্ম প্রেমিকরা বলবে নির্ভয়ে কথা
শেষ হবে বাকরুদ্ধতার হয়রানি।
তোমরা যদি এমন একটি সকাল আমাকে দাও
আমি করবো না কোনো প্রতিবাদ,
বুকে টেনে নেবো তোমাদের আমি
যতই দাওনা! অপবাদ।
যতো আঘাত করেছো আমায়
সবকিছুই যাব ভূলে,
শুধু স্বপ্নের সকালটা দাও আমাকে
সম্প্রীতির দরজাটা দাও খুলে।
সাম্য -শান্তি -সম্প্রীতি
সমাজের শৃংখলার মূলে,
ঐক্যবদ্ধ জাতি মোরা চলবো স্বাধীন দেশে
ধর্মীয় ভেদাভেদ যাবো মোরা ভূলে।
শুধু সেই সকালের দরজাটা
দাও যদি আমাকে খুলে,
যেই সকালে শুনবো না আর
নিরীহ মানুষ রয়েছে জেলে।
সাঈদী নিজামী কাদের মোল্লার মতো
মরবে না কেউ আর ফাঁসিতে ঝুলে,
ইলিয়াসের মতো মরবে না কেও আর
প্রতিহিংসার রাজনীতির গ্যারাকলে।
কোনো বাবা-মা হারাবে না বুকের ধন
আবরারের মতো সোনার ছেলে,
দেশের রত্ন সেনা অফিসাররা
মরবেনা রাজনীতির রুশানলে।
তোমরা আমাকে তেমন একটি সকাল দাও!
যেই সকালটিতে শুনবো না আর
গুম হয়েছে সন্তানের বাবা,
স্বাধীন দেশের পতাকাতে পরেছে
ভিনদেশী শকুনের থাবা।
আয়না ঘরে কাটাবে না অকাতরে জীবন
আজমীর মতো কোনো দেশপ্রেমিক অফিসার,
ভিনদেশীদের ভাষায় বলবে না কথা
স্বাধীন দেশের সরকার।
আমি চাই তেমন একটি সকাল।