লুৎফুর রহমান চৌধুরী
=============
আমি দেখেছি তুমি,
নগ্ন রাস্তাকে বসন দিয়ে ঢেকে রাখতে
আমি দেখেছি তুমি,
নদীতে খুশির তরী ইচ্ছে করে ভাসাতে
আমি দেখেছি তুমি,
অন্যের মলিন মুখে একটু হাসি ফুটাতে
আমি দেখেছি তুমি,
ছড়ার বুকে আদর করে দু’হাত বুলাতে
আমি দেখেছি তুমি,
হৃদয় উজার করে কষ্টকে ভালোবাসতে
আমি দেখেছি তুমি,
পরিত্যক্ত বাগান মন আনন্দে সাজাতে
আমি দেখেছি তুমি,
কঠিন মনটা অতি অল্প সময়ে গলাতে
আমি দেখেছি তুমি,
টুটা সম্পর্ক সহজ ভাবে জোড়া লাগাতে
আমি দেখেছি তুমি,
সুবাস ছড়াতে,পরে থাকা বাসী মালাতে
আমি দেখেছি তুমি,
সবাই কে কাছে টেনে নিয়ে বুকে জড়াতে
আমি দেখেছি তুমি,
পথে পড়ে থাকা কাঁটা নিজ হাতে সরাতে
আমি দেখেছি তুমি,
নিরবে একা বসে কতো অশ্রুজল ঝরাতে
আমি দেখেছি তুমি,
মরে যাওয়া বৃক্ষের গোড়ায় জলটুকু ঢালতে
আমি দেখেছি তুমি
একমুঠো হাসির মাঝে যন্ত্রণা লুকিয়ে রাখতে।