অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে কবি আসাদুজ্জামান খান মুকুলের” শিশুতোষ ছড়াগ্রন্থ ” তেঁতুল গাছে ভূতভূতি ” এবং কাব্যগ্রন্থ ” শিশিরের কান্না “। গ্রন্থগুলো প্রকাশ করেছে বৃত্তকলা একাডেমি, ঢাকা। “তেঁতুল গাছে ভূতভূতি” ছড়াগ্রন্থের প্রচ্ছদ ও অলংকরণ করেছেন প্রচ্ছদ শিল্পী মোঃ তৌহিদ মিয়া। এবং কাব্যগ্রন্থ ” শিশিরের কান্না ” প্রচ্ছদ করেছেন ঐকতান। বই দুটি বৃত্তকলা একাডেমির ২৮০ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে।
বই দুটির ছড়া/কবিতাকে কবি আসাদুজ্জামান খান মুকুল তার হৃদয়ের দরদ দিয়ে নিপুণ হাতের লেখায় রূপ দিয়েছেন সোনালি ক্যানভাসে। ছড়াগ্রন্থের প্রত্যেকটি ছড়ায় শিশু কিশোরদের মননে আনন্দের বারি সিঞ্চন করার প্রয়াসে কল্পনা ও বাস্তবতা মিলিয়ে অত্যন্ত সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় কবি বইটি রচনা করেছেন। কাব্যগ্রন্থ “শিশিরের কান্না” প্রণয়ণে কবি প্রকৃতির সৌন্দর্য, স্রষ্টার প্রতি আনুগত্য, সামাজিক অবক্ষয়,দুরাচার বিনাশে বিদ্রোহের মনোভাব, প্রেমপ্রীতি,বিরহ ইত্যাদি বিষয় যেন শিল্পীর তুলিতে চিত্রায়ণ করেছেন তার কবিতায়। কবিতার ভাব ও লিখনশৈলী এতটাই প্রাঞ্জল যে সব শ্রেণির পাঠকরাই পাঠে আত্মতৃপ্তি লাভ করবেন।