কলমে: এম আর তানভীর
সময় তুমি আসলে কি
তুমি অরঞ্জিত নাকি শ্যামবর্ণ,
তোমাকে খুঁজতে গিয়ে
অনেকে হয়েছে প্রমত্ত।
সময় তুমি কে
তোমায় এখনো চিনতে পারিনি,
তুমি শিল্পি নাকি যাদুকর
খোলস পাল্টাও নিরন্তর।
সময় তুমি কে
তুমি অনুগ্র নাকি বজ্রদৃঢ়,
তুমি কারো জীবনে সুনিবিড় ছায়া
কারো জীবনে শোকগাথা।
সময় তুমি কে
আয়ত নাকি দীর্ঘ নিঃশ্বাস,
তুমি কি ধরনীর বুকে বয়ে চলা
প্রবাহমান নদীর স্রোতধারা।
সময় তুমি কখনো মজলুমের
দীর্ঘ চিৎকার হাহাকার,
কখনো স্বৈরাচার স্ফলন করে
দেখাও তোমার রুক্ষ,লেলিহান স্বভাব।