টিপ টিপ বৃষ্টি
কতদিন ধরে বৃষ্টি বাবুর মন খারাপ
তাই টিপ টিপ বৃষ্টি সারাদিন রাত,
ঘরে আটকে বসে আছি বৃষ্টি মগ্ন দিনে
ভিজবো দু'জন রেখে হাতে হাত।
ছুঁয়ে দেব তোমায় বৃষ্টি ভেজা শীতল হাওয়ায়
হৃদয়ে শীতল শিহরণে ভালোবাসা জাগাবো,
ভালোবাসায় জড়িয়ে নিও আমায়
দু'জন মিলে জীবনটাকে রাঙাবো।
হবে কি তুমি আমার, বলবে কি মায়াবতী,
তোমার অপরূপ সৌন্দর্য্যের কাছে
মায়ায় আটকে পড়ে গেছি,
জীবনসঙ্গী হয়ে থেকে আমার পাশে।
স্বপ্ন
তোমাকে নিয়ে কত স্বপ্ন
দেখতাম নিশি রাতে,
পুকুর পাড়ে হাঁটতাম দু'জন
হাত রেখে হাতে।
পুকুর পাড়ের কাশফুল
এনে দিবো তোমায়,
অসম্ভব ভালোবেসে
রাঙিয়ে দিয়ো আমায়।
ডিঙ্গি নৌকা বাঁধা আছে
এই পুকুর ঘাটে,
রেশমী চুড়ি কিনে দিবো
পাশের গাঁয়ে হাটে।
ছোট্ট একটি সংসার হবে
বানিয়ে দিবো কুঁড়ে ঘর,
দু'জন মিলে একসাথে জীবনটা
কাটিয়ে দিবো জনম জনম ভর।
আগামীর বাংলাদেশ
দেশকে নতুন রূপে দেখার আশায়
হাজারো মানুষ রাজপথে,
সাহস নিয়ে দাঁড়িয়ে আছে
সবাই মিলে একসাথে।
একটা আগামীকাল দেখার আশায়
ছাত্রদের আর কত রক্ত চাই?
পানি লাগবে পানি চিৎকারের আওয়াজ
বুক পেতে শহীদ আবু সাঈদ ভাই।
একটা নতুন ভোরের আলো দেখার আশায়
বহুদিন ধরে অপেক্ষা,
মেধাবী হয়ে চাকরি হয় না
কি দেশের শিক্ষা।
একটা সুন্দর ভবিষ্যতের আশায়
নতুন করে সংগ্রাম শুরু,
৫ আগষ্ট স্বাধীনতা পেয়ে
আন্দোলন হলো শেষ।
পরীক্ষা
পরীক্ষা নিয়ে চিন্তায় আছি
কিছু ভালো লাগে না,
সারা বছর বই না খুলে
পড়াশোনায় মন বসে না।
পড়তে বসলে ঘুম এসে যায়
পড়ায় দেই ফাঁকি,
আর দু'দিন পর পরীক্ষা আমার
পড়া আছে কত বাকি।
এবার যদি টেনে টুনে পাস করি
পড়বো সামনের বছর,
ছোট্ট বেলা থেকে একই কথা
বলতে বলতে এবার মাস্টার্সের বছর।
শীতের প্রকৃতি
প্রকৃতি আজ নতুন রূপে
এসেছে শীতের বেশে,
পিঠাপুলির আয়োজন
চলবে বাংলাদেশে।
গ্রাম বাংলার অপরূপ দৃশ্য
মাঠে ঘাটে কতো ধান,
ভাটিয়ালি গানের সুরে
বাঙালির জুড়ায় প্রাণ।
শিতের সকাল শিশির ভেজা
মুক্ত আবরণ,
হিমেল হাওয়ার স্পর্শ
জাগায় শিহরন।