কলমেঃ আবু বকর সিদ্দিক
বদর যুদ্ধের আগের কথা
কিভাবে হয়েছিল ইসলামের বিজয়..
কাফের এক হাজার হলেও
খোদার কাছে কি তা কম নয়..?
মুসলিম ছিল তিনশত তেরো
কাফের ছিল বেশি..
তবুও বিজয়ী হয়েছিল তাঁরা
হয়নি তাঁরা দোষী…!
হৃদয়ে ছিলো খোদার ভয়
বুকেতে ছিল ঈমানী জোশ..
হাজার যোদ্ধা দেখেও তাঁরা
হারায়নি একটুও হুঁশ..।
এ যুদ্ধ ছিলো সোনালী জনদের
হাজার কাফেরের সাথে..
যা হয়েছিল ইতিহাস খ্যাত
সেই বদরের মাঠে…।
আল্লাহ তায়ালার অশেষ করুণায়
তিনশো তেরো জনের হলো বিজয়
হাজর জন হলেও কাফেরেরা
হলো তাদের করুণ পরাজয়…।
মুসলিম হলো পাওয়ারের জাতি
করে না করোর ভয়…
বুকে রাখে তাঁরা খেদার বাণী
যার বরকতে হয় তাঁদের বিজয়..।