কলমেঃ রওশন রোজী
অনেক আশা,অনেক ভরসা,
এক রাশ হাসি, পরিবর্তনের ভাবনায়
এসেছিল সংসারের মায়ার বাঁধনে জড়াতে
তার চিন্তা ধারায় মিল পায়নি সে এ জগতে।
ভালোবাসার নিবিড় ছায়ায় আশ্রয় টা
নিরাশার হতাশায় নিমজ্জিত হয়েছিল।
আঁধারে চাঁদ খুঁজতে হাসিটা হয়েছিল কান্নায় ম্লান
জীবনের চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে
ভাগ্যে জুটেছিল অপমান ,হিংস্র তা।
যাকে নিয়ে বাঁচতে চেয়েছিল
সে ছিল নির্মম ও ভালোবাসাহীন।
ভালোবাসা টা ছিল কৌশল ,অভিনয়
অধরার বুঝতে হয়েছিল দেড়ি।
যার জন্য ঘর ছেড়েছিল
পায়নি তাকে মনের গহীনে
মায়াবী হাসি দিয়ে
মন জয়ের নিষ্ফল চেষ্টা।
হার মেনে নিজেকে আত্বসমর্পণ নিজের কাছে
অভিমান করে জগৎ সংসার থেকে বিদায় নিল
বিছানায় পড়ে রইল তার নিথর দেহ
মুখে তার মায়াবী যাদুর হাসিটা রয়ে গেল
অধরা অধরার মতোই হারিয়ে গেল।