কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
যেদিন তুমি দেখলে আমার ওষ্ঠ দু'টো কামুক চোখে
সেদিন আমার ভিজলো কাপড়, স্বেদ ছুটে আকম্পন বুকে!
লোচন তোমার মতিচ্ছন্ন, তাকায় যেন অণুভা চমক
খোঁজে আমার অঙ্গের খাঁজে, কেমন আমার ঠোটের ঠমক!
রক্তগোলাপ অধর আমার সদা তোমায় কাছে টানে
উন্মাতাল মরু হাওয়া তপ্ত তুমি যৌবন বানে!
চুম্বন আদর মাতাল তুমি ছুঁইলে আগে গ্রীবা খানি
আবেশিত তনুমন ডুববে ঠোঁট, অধরে আমার, তা-ও জানি!
হৃৎস্পন্দন বাড়লো বুকে অনিঃশেষ এক প্রাপ্তির জ্বালা
অবিরল, নিরবিচ্ছিন্ন ঘর্ম বর্ষন, আবিষ্ট মন হলো কালা!
ডুবে গেলো রক্তিম ওষ্ঠ, অধরে তোমার এক নিমিষে
অগুনিত ভাবনা মনে অবসাদ আমি, কি জানি কি, হবে শেষে!
আনকোরা এক ষোড়শী আমি, জানি না 'নরের' মতি গতি
উপভোগে ও নিজ ধিক্কার, অধর আমায় বানালো অসতী!
বড্ড বড় বেহায়া তুমি ততোধিক তোমার লোচন দু'টি
হাফ ছেড়ে বাঁচলাম তখন ক্লান্ত তুমি, দিলে ছুটি!