কলমেঃ মোঃ তৈয়ব হোসেন
আমার একাকিত্ব
যে তোমার অপেক্ষায় দাড়িয়ে,
ঘড়ির কাঁটায় নজর রাখছে
কখন আসবে তুমি।
শূন্য মনোজগৎ
যে তোমার দুঃখে ব্যথিত হয়
তোমার সুখে যার মনে আনন্দ বয়ে যায়।
তোমার বিভীষিকায় যাকে সর্বদা ভাবায়।
বিরামহীন ভাবনা
তোমার সঙ্গ তে যে বাঁচার প্রেরনা পায়
তোমার অবহেলায় যার হৃদয়ে দুঃখের ঘন্টা বাজে
নিজের আঙিনায় যে তোমার অস্তিত্ব খুঁজে।
বিদারক যন্থ্রনা
তোমার একটু কথায় যার হৃদয় শান্তি
তোমার অভিমানে ভর করে সব ক্লান্তি
তোমার ছোঁয়ায় যেনো পায় প্রশান্তি।
এ যেনো এক অস্তিত্বহীন
যে অন্ধকারে তোমার শূন্যতা বুঝে
পূর্নিমার চাঁদে তোমার অস্তিত্ব খুঁজে
নদীর মোহনায় তোমাকে নিয়ে বিলীন হতে চায়।
তাই তো বলি,
আমি একলা একজন
জীবনে মরণে, ক্ষনে প্রতিক্ষনে
যার তোমাকে বড্ড প্রয়োজন।