কলমেঃ তুষার আহমেদ
ভালোবাসার রঙ নেই, নেই কোনো ঠিকানা,
সময়ের ছোঁয়ায় বদলায় তার মানা।
কখনো দু’দিনেই স্বপ্নের গাঁথুনি,
কখনো যুগ পেরিয়ে মলিন বাতাসে বিলিনি।
কেউ কাছে থেকেও থাকে অচেনা,
কেউ দূর থেকেও হয় আপন জনের বেদনা।
কেউ স্বল্প পরিচয়ে পায় অগাধ বিশ্বাস,
আবার কেউ যুগ পেরিয়েও অজানা হতাশ।
ভালোবাসা কি তবে মেঘের ছায়া?
ক্ষণিকের আলো, না কি দীর্ঘ মায়া?
কেউ যত্ন চায়, কেউ যত্নে হাঁপায়,
কেউ দূরে গিয়ে বুঝে, ভালোবাসা কোথায়!
নতুনত্ব ফুরিয়ে গেলে হারিয়ে যায় কিছু মন,
আবার কেউ পুরোনোতেই খোঁজে আপন ছন্দ।
সময়ের খেলায় সে বদলায় বারবার,
অদ্ভুত ভালোবাসা—কি রহস্য এর পার?
তবে কি ভালোবাসা এক কাঁচের ঘর?
হাতের ছোঁয়ায় ফেটে যায় নিরন্তর?
নাকি সে নদীর মতো বয়ে চলে,
সময়ের সাথে গড়ে নয়ে?
অব্যক্ত প্রশ্ন, উত্তরও নেই,
ভালোবাসা আপেক্ষিক, তার নেই কোনো রেই!