বহুদিন আজ কেটে গেল,
পাইনি তাহার দেখা।
ঘুমিয়ে আছে পরম সুখে,
আমায় করে একা।
অপেক্ষায় অপেক্ষায় কেটে গেল,
আজ কত বছর।
একবার আমি দেখেনি কাউকে,
আমার স্মৃতির মতণ।
একা একা গুরি আমি মাথায় তাহার ছায়া,
আজ কতবছর কেটে গেল যায় নি তার মায়া।
আজও আমার বুকে ধরে রেখেছি তোমার মায়া,
আসবে না জানি, তবুও তোমার দেখি বারে বারে ছায়া।
নিয়তির টানে চলে গেলে,
আসবে না জানি ফিরে।
তোমার মায়া রাখবো আমি,
সারা জীবন ধরে।
অপেক্ষায় অপেক্ষায় কেটে যাবে আমার দিনগুলো,
বাধনো আমি কোনো বাধন শুধু তোমার জন্য।