আফিয়া আইশা বিনতু আয়াছ
-----------------------------------
তোমার....নির্বাকতা
আমায় নিষ্পেষিত করে....!
তোমার....নিষ্ঠুরতা
আমায় গভীরভাবে আঘাত করে....!
তোমার....শূন্যতা
আমায় উদ্বেলিত করে....!
তোমার....কামনা
আমায় আলোড়িত করে....!
তোমার....অবহেলা
আমায় ব্যথিত করে....!
তোমার....বিমুখতা
আমার বিষাদী মন রূদ্ধ করে....!
তোমার....উদাসীনতা
আমার ভগ্ন হৃদয় গ্ৰাস করে....!
তোমার....অপূর্ণতা
আমার শূন্য মনে হাহাকার সৃষ্টি করে....!