কলমেঃ সাহেলা সার্মিন।
একবার নিরালায় বসে ভাবো
দেখতে পাবে আমি কোথায় আছি,
অষ্ট প্রহর ভাবনায় যদি থাকো তুমি
আমিও আছি তোমার কাছাকাছি।
মানতে চাওনা আমি ভাবি যা
সর্বদোষে দোষী করে অন্তরে মারো ঘা,
তবুও বারবার ছুটে আসি
তুমি কষ্ট পাও, মনে আসে সেই ভাবনা।
সবুজ গালিচা বৃষ্টিতে সবুজ
তারপর যতোই উঠুক রৌদ্র,
আমার ভালোবাসায় পুষ্ট তুমি
না মেনে যতোই করো দ্রোহ।
চাতক যেমন চেয়ে থাকে বৃষ্টির অপেক্ষায়
বুকফাটা তৃষ্ণার জলে আঁখি ভরভর,
জানি না সে লগন আসবে কবে
বুকের ভিতর বয়েই যাবে কালবৈশাখি ঝড়।
শনশন করে বয়ে যায় দক্ষিণে হাওয়া
কারো শীতল হয় দেহমন জুড়ে,
আমার শূন্য হৃদয় তাপিত প্রাণ
সিক্ত হয় অজানা সুরে।
তিলতিল করে মেরেছ আমায়
দহণ করেছ নিপুণ শঠতায়,
নিত্তি নতুন বর্ণমালায় সাজিয়ে
চলে গেছ তুমি কোন আওতায়!
মেরেছ গড়েছ এমনি লীলায় চলছে
দিন, মাস, বছর গত হচ্ছে কতো,
বাটখারার নিত্তি ঝুলিয়ে
স্থির আছ তুমি কক্ষ পথের মতো।
বুঝবে সেদিন থাকবো না যখন ধরা মাঝে
কোথাও না পেয়ে অন্তরে চাইবে বহুবার,
উথাল পাথাল করে খুঁজবে হৃদয় মাঝে
ভিতরে ভিতরে মরবে শতবার!!