কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
নারী আঁখি সাগর বানের ফাঁদে
পুরুষ সারাজীবন হাবুডুবু খেয়ে কাঁদে,
তবু আদিম কাল থেকে ধরা দেয় নিজ ইচ্ছায়
অধরার অমরত্বের স্বাদে আকর্ষণে সেচ্ছায়!
পুরুষ অস্হিপঁজরে জানানা জাগায় আদিমতা
ফসিল ও ফিরে পায় জরায়ুচুম্বক লালসায় জীবন কৃতিমতা!
মগজে যতোদিন কিল বিল করে কামজ ক্ষুধা
ততোদিন অন্ধ পুরুষ পান করে শারাব সাকির অমৃত সুধা!
অগ্নি ঝরা লোলুপতায় ঝাপিয়ে পড়ে পতঙ্গ সম অগ্নিকুন্ডে
দারুন সম্ভাবনায় পুরুষ টার জীবনে, নারী দায়ি সব কিছু পন্ডে!
ভুলিয়ে দেয় জন্মদাত্রী মা-বাবা যত আপনজন
স্বার্থপরতায় ভরে উঠে আদিমতার মানবজীবন !
নারী-পুরুষ আদিমতা প্রবৃত্তি এক ধ্বংসের অগ্নিকুন্ড!
সৃষ্টি শুরু, গড়ে নতুন ঘর, ভাঙে আশা ভরসা মা-বাবা ভাই-বোন, ইচ্ছের কারাদণ্ড!
মোহ, যৌন ক্ষুধার জলে ডোবে, দায়-দায়িত্ব কর্তব্যের তরী
শেষ জীবনে ব্যথাতুর হৃদয় কাঁদে পাপাচার স্মরি!
সোম রসে স্নান সারতে সময় নেয় অল্প
যৌন আদিম লিপ্সা কমে যায়, আয়ু হতে থাকে স্বল্প!
আস্তে আস্তে জীবন যায় ভাটার টানে উল্টো স্রোতে
কমে যায় ভালোবার হুঙ্কার, কাপে না রণ ভেরি প্রতি পলতে!
পঁচে যায় হৃদয়, প্রনয় হীন এক জড়পদার্থ
দেয়াল সৃষ্টি করে দু'টি জীবনের মাঝে স্বার্থ!
শেষ জীবন অবহেলা ঝগড়াঝাটি বাটোয়ারায় মত্ত
চেহারা জৌলুশ আকর্ষণ হীন, ব্যস্হ নিয়ে স্বার্থ আর সত্ত্ব!