কলমেঃ গোলাম সরোয়ার খান
হায়রে অবসর জীবন!
হায় বিধাতা এমন জীবন
পাবার আগে জানতাম কি এর ধরন!
যাই করিনা তাতেই থাকে একগাদা বারণ
অসুখের সাম্রাজ্য গড়ে আমি হয়েছি রাজন।
খেতে চাইলে অনেক খাদ্যই
আসে না আর পাতে,
সব অসুখ যে বেড়ে যাবে
সেই ভয়েতে দিবে না তা খেতে।
মিষ্টি ছিলো অতি প্রিয়
লাল মাংসের স্বাদ ভালো
শাংলা চালের পায়েস পোলাও
গন্ধ শুকেই পেট ভরাও
পাতের কোনায় নিতে চাইলেও
ডাক্তার বাবু করে না এলাউ।
হায়রে জীবন, হয়েই আছি আধ মরা
কিসের মানা হবেই না-হয় পূর্ণ মরা!
সময় কাটানোর জন্য যদি
মোবাইল নিয়ে নাড়াচাড়া করি
কতোবার যে হাক ছাড়বেন যথারীতি
সারাদিন বসে বসে শুধুই করবে টেপাটেপি
একটা কথাও শান্তি মত আরকি আমি বলতে পারি
হায়রে কপাল! বুড়ো বয়সে ধরলো বুঝি ভীমরতি।
ছোটো বেলার শাসন ছিলো
সঠিক শিক্ষায় বড়ো হবার, বুড়ো বয়সে
সুস্থতার জন্য আবার শাসন ফিরে আসলো!
পরিবার সাথে আছে বলেই সবাই বাসে ভালো
পরিবার ছাড়া থাকে যারা কেউ দেখেনা কষ্টগুলো
শেষ বয়সে ভীষণ দরকার প্রিয়জন কাছে পাবার।