ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
*****************************
তুমি বলেছিলে—
তোমার হাত ছুঁই— আমি ছুঁয়েছিলাম।
তুমি বলেছিলে—
তোমার ছায়ায় দাঁড়াই— আমি দাঁড়িয়েছিলাম।
তুমি বলেছিলে—
তোমার স্বপ্নের গল্পে বাস করি— আমি তাতে নিজের নাম লিখে ফেলেছিলাম।
তারপর একদিন,
তোমার চোখের গভীরতা মাপতে গিয়ে আমি ডুবে গিয়েছিলাম।
তোমার হাসির অর্থ বুঝতে গিয়ে আমি সব ভুলে বসেছিলাম।
তোমার কথার আড়ালে লুকানো শব্দগুলো খুঁজতে গিয়ে নিজের শব্দ হারিয়েছিলাম।
তুমি বললে—
"স্বপ্ন কেবল রাতের অতিথি, দিন আসলেই উধাও হয়।"
আমি বললাম, "তাহলে আমার দিন কোথায়?
তোমার দেয়া সেই স্বপ্ন তো রাতেরই হিমকণা ছিল।"
তুমি হেসে বললে—
"তুমি কল্পনা ভালোবাসো, আমি বাস্তব।
তোমার কল্পনা অমর,
কিন্তু আমার জন্য তোমার কোনো জায়গা নেই।"
আমি বুঝলাম,
তোমার কাছে আমি এক টুকরো মেঘ ছিলাম।
যার ছায়া তুমি বাঁচতে চেয়েছিলে,
কিন্তু যার বৃষ্টি তোমার পৃথিবী ভিজিয়ে দিতে পারতো না।
তোমার বাস্তবতায় আমি একটি অসম্পূর্ণ সূত্র হয়ে থেকে গেলাম।
আর আমার কল্পনায় তুমি—
একটি অবিনশ্বর কবিতা।