কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
এক বর্গফুট আয়তনের পেটে
সন্তান রাখেন মা,
দশমাস দশদিনে কভু
বিরক্ত হন না!
চৌদ্দ সপ্তাহ বমি করেন
বাচ্চা গর্ভে নিয়া,
সেই সন্তান পর হয়ে যায়
যখন করে বিয়া!
সারা রাত্রি নির্ঘুম কাটে
বাচ্চার যত্ন নিতে,
গায়ের শাড়ী, একপাশ ভেজে অন্যপাশ শুকায়
পৌষ মাঘের শীতে!
দুই হাজার ফিট বিশাল ফ্ল্যাট
মার জায়গা নাই,
বৌয়ের আদরের আ্যালকেশিয়ানের জন্য
একটা কামরা চাই!
মায়ের কামরা খালি করে
আ্যালকেশিয়ান ঘুমায়,
মার জায়গা নাই ছেলের কাছে
কামরা খালি করে বৃদ্ধাশ্রম পাঠায়!
ধর্মকর্ম শিক্ষাদীক্ষা
সবই আমল হীন,
মওলানা আর ইঞ্জিনিয়ার হও
চরিত্র আসল দ্বীন!
সবার ভালোবাসা গিভ & টেক
মা স্বার্থ হীন,
অর্থ বিত্ত যৌন শক্তি হারায় দেখো
পরকীয়ায় মজবে বধূ, বেঈমান বেদ্বীন!
মা হলো সৃষ্টির সেরা আপন একজন
বৃদ্ধ বয়সে তার সম্পদ নাও কেড়ে,
বউয়ের কথায় বাসা থেকে
মাকে দাও তেড়ে!
নামাজ রোজা হজ্ব পূজা
সব তোমার বৃথা,
সব ধর্মগ্রন্থ বলেছে সমস্বরে
তানাখ, কুরআন বাইবেল গীতা!