কলমেঃ মোহাম্মদ সাগর
জীবন নিয়ে করছি আমরা,
কত অভিযোগ।
নিচের দিকে তাকালে কভু,
থাকবে না, তো শোক।
নিজের চেয়ে যাদের অবস্থান,
দেখবে তুমি খারাপ।
তাদের দিকে তাকালে তুমি,
হারিয়ে পেলবে জীবনের শ্বাস।
চাও যদি পেতে তুমি জীবনের স্বাদ,
তবে ছাড়তে হবে তোমায় সকল অভিযোগ।
দিতে হবে বারবার নিজেকে শান্তনা,
তবেই মিলবে তোমার সুখের সাধনা।
সামনের দিকে যদি চলতে চাও,
তবে পিছনে তাকানো মানা।
ছেড়ে দাও সকল অভিযোগ,
মিলবে এই পরম্পনায় তোমারই সুখ।