কলমেঃ মোহাম্মদ সাগর
শীতকাল টা সবার জন্য,
সুখ তো আনে না৷
শীতের কাছে হেরে যায় দেখ,
অসহায় মানুষরা।
যাদের নাইতো ঘর বাড়ি আর,
রাস্তায় যারা থাকে।
শীতকাল টা তাদের জীবনে,
অভিশাপ নিয়ে আসে।
দিনটা হয়তো কেঁটে যাবে,
সূর্যের আলোর মাঝে।
রাত হলে অসহায় হয়ে যায়,
তারা প্রকৃতির কাছে।
অনেকে আছে বস্তা আর,
প্লাস্টিক গায়ে রাখে।
শীতের জন্য বাঁচতে তারা,
আগুন জ্বালিয়ে রাখে।
সমাজে যদি সবার মাঝে,
বিনিময় টা থাকতো।
হয়তো পথের মানুষেরা,
এই অভিশাপ থেকে বাঁচতো।
একটু দয়া করে যদি,
তাদের পাশে দাড়াও।
বেঁচে যাবে অনেক জীবন,
যারা শীতের কাছে অসহায়।