কলমেঃ মোঃ শরীফ উদ্দিন
অভেদ রেখার —– বিশ্ব ভুবন
দৃষ্টি সীমার মাঝে,
অনুভবে দেখে উৎপল আঁখি
এই বিশ্ব কে সাজে।
এই অনুভূতি প্রকাশ কেমনে
রাখোনি লক্ষ্যে তুমি,
কুকর্মে ঐ লুটেপুটে গেলে
স্বর্গীয় এই ভূমি।
বক্ষে চাপিয়া আক্ষেপে চড়ে
পরেরটা মেরে ধনী,
দৃষ্টির আড়ে অন্য জগৎ
না চেয়ে খুঁজেছো খনি।
মানুষ আমরা শুধুই নামের
বুঝিনি সৃষ্টি কেনো,
চাই চাই চাই ঠাঁই ঠাঁই ঠাঁই
স্বার্থ কে করে মেনো।
মৃত্যুর মুখে করেও বসত
অভেদ রেখায় হাঁটা,
এখানে সত্য লুন্ঠন করে
টানিয়া এনেছে ভাটা।