কলমেঃ নিহাদ হোসাইন
প্রাইভেট কার অকেজো হলো তাই বাবু সাহেব চড়লেন রিকশায়।
রিকশা জোরে চালাতে বললেন ঈশারায়।
রিকশা ওয়ালাদের সাথে কথা বলা কি শিক্ষিত বাবুকে মানায়?
রিকশাওয়ালা বললেন করুণ চাহনিতে, ” স্যার রোযা যে রেখেছি”।
বাবু সাহেব রেগে বললেন, ” তুই কি রেখেছিস রোযা শুধু, আমি রাখিনি”?
বাকহীন চালক নিশ্চুপ হলেন বেগবান,
মনে মনে বললেন,” সুশীলদের সাথে কথোপকথন একেবারেই বেমানান “।
ঘন্টাখানেক বাদে এলো কাঙ্ক্ষিত গন্তব্য,
“মূর্খরা বেজায় বাজে” ছিল বাবুসাহেবের মন্তব্য।
রিকশাওয়ালা নরম সুরে বললেন, ” স্যার ভাড়া হলো দেড়শো।
বাবু সাহেব বললেন, ” ভাঙতি নেই রাখ টাকা টাকা”।
চালক বললেন,” এটাতো হয় না স্যার, প্রপ্যটা দেন যদি দয়া করে”।
বাবু সাহেব বললেন, ” আমি হাজার টাকা ভাঙাবো রে তোর পঞ্চাশ টাকার তরে”?
অসহায় চালক চলে গেলেন কথা না বাড়িয়ে,
বাবুসাহেবেও ঢুকলেন রেস্টুরেন্টে।
মিটিং শেষে ওয়েটারকে বকশিশ দিলেন পাঁচশ টাকা অবশেষে!
হায়রে নিষ্ঠুর মানব যেখানে নায্যটা দেওয়ার কথা, সেখানে টাকা থাকেনা তোমার হিসেবে!