এক মুঠো অলস দুপুর হলোনা আমার
হলোনা গোধূলি বিকেল বকুল ঝরা সন্ধ্যা ,
আঁধার জীবনে হলোনা কোনো পাওয়া
জানিনা আমার ভালোবাসা কেনো বন্ধা!
চন্দ্রিমা রাতে প্রিয়ের কাঁধে মাথা রেখে
পাশাপাশি বসে হলো না গল্প করা,
চুপিচুপি করে লং ড্রাইভে যাওয়ার
গোপন ইচ্ছে ও হলো সারা!
ডাকবাক্সে আর আসবে না চিঠি
তন্ন তন্ন করে খুঁজবো না আর,
গভীর নিশথ জেগে ভাবনা রাশির
স্রোতে গা ভাসাবো না আর!
অনেক ভারের বিরাট বোঝা
নামিয়ে দিতে চাই ধীরে ধীরে,
আমার জীবনে সুখের লগন
শত চেষ্টাতেও আসবে না ফিরে!
তবুও পোড়া মনটা ঠিকই আছে
একই অক্ষ রেখায়,
যতোই বাঁধার প্রাচীর আসে
কারো সাধ্য নেই নামায়!
এখানেই সুখ খুঁজি মিলনের বিরহে
তাও ভেঙে যায় কারো কুনজরে,
মনে মনে বাঁধি আমি করে আটসাট
বাঁধি তোমায় ঘুনে ধরা রক্তাক্ত পাঁজরে!