কলমেঃ মায়া পারভীন
বিদায়ের ঘন্টা বাজছে
হারিয়ে যাবার সুর
সম্মুখে আসছে ওই
আর নয় বেশিদূর।
সুস্থ থেকো হস্ত পায়ে,
মন রেখ সুমধুর,
মেজাজ রেখো বুদ্ধিমত্তায়,
ঘর রেখো ঘুঙ্গুর।
রত্নে রেখো ভালোবাসা
যত্নে রেখো সহপাঠী,
মনের সিন্ধুবিজয় হবে
রাখতে পারলে পরিপাটি।
মনের কালি দূর করে দাও,
বপন করো মনের চাষ।
ফলাও মনে,হৃদের আবাদ,
ভালোবাসা তো হৃদয়ের দাস।
কলি থেকে ফুল ফুটবে,
ছড়াবে গন্ধ চারপাশ,
হৃদয় মাঝে জং ধরলে,
চায়না ফিরে দূর্বা ঘাস।
থাকতে জমা করো যতন,
রবে তাহা সারাটি জীবন,
যতন করলে মনের মতন,
সাধন করলে মিলবে রতন।
শেষ বেলাতে নাইবা হলো,
মনের দামে মনের মিল,
কোন একদিন এই হৃদয়ে,
ভাসিয়ে ছিলে তোমার দিল।
উড়ে যাবে সেই সুদুরে
অচিন পুরের পাখিটি,
সময় ফুরালে রইবে পড়ে
যত্নে রাখা খাঁচাটি।
মিথ্যে ধোকায় স্বার্থসিদ্ধি,
এ নয় বড় অলংকার,
সদা মানলে আল্লাহর আদেশ,
রেখেছেন তিনি জমা পুরস্কার।