কলমেঃ দেবিকা রানী হালদার।
আমার মন কাঁদে সাথী হারা ডাহুক যেমন
চারিদিকে দেখে শুনে আমার বর্ণচোরা মন, করে কেমন?
পুলিশ মেরে লটকায় রাখে গাছের মগ ডালে
সচিবালয় আগুন ধরে নিবায় জল ঢেলে --
মানবতা মনুষ্যত্ব বিকায় পয়সার কাছে
নারী আজ পণ্য, অনাটনে দেহ বিকায় যেচে!
মান ইজ্জত সন্মান অর্থে করে ওঠানামা,
সন্ত্রাসী যে পরিবারে, মূল্যবান তারা, সব অন্যায় ক্ষমা!
সমাজ তাদের হাতের মুঠায় অর্থবিত্তের জোরে
মুখে নয় জ্ঞান প্রদর্শন, জ্ঞান দেখায়, বুলেটের শোরে!
পেটের দায়ে দাড়ায় নারী রোডের আলোআঁধারি
খরিদ্দার মুখ ঢেকে আসে বাবার সম বয়স তাহারি!
দেশের শাসক পরিবর্তনের মাস্টারমাইন্ড এক ছোকড়া
জ্ঞান বুদ্ধি কতটুকু ঝাকড়া চুল, বাঁকানো কোঁকড়া,
বাংলাদেশের মানচিত্র আঁকে যেন চেঙ্গিস খানের যুগ
গনহত্যার নায়ক হিটলার পিনাচোট ইয়াহিয়া কেঁদে ভাসায় বুক!
ষাট লাখ সত্তুর লাখ তিরিশ লাখ মেরে ও হলাম না নোবেল বিজয়ী
বাংলাদেশ গত শাসক হাজার নিচে মেরে হয়ে গেলো জয়ী!
নোবেল বিজয়ী হয়তো এবার বাংলাদেশ নাম্বার ওয়ান
তেমন ই প্রচার প্রকাশ বিজ্ঞাপন চীৎকারের ধরন!