কলমেঃ দেবিকা রানী হালদার।
অগনিত শব্দ বর্ণ বাক্য মনের ভিতর উথাল-পাতাল ঢেউ
মধুমতীর সেই স্রোতস্বিনী রূপ জিজ্ঞেস করে না কেউ,
হাজার প্রশ্ন কবির মনে দেয় অশান্ত ভাবে উঁকি —
কেন ঐতিহাসিক ঐতিহ্য গুলো ভেঙে চুরমার, শাসক হেঁসে কুটি কুটি?
তর্জনী নির্দেশনায় বিশাল সম্রাজ্যের অধিকারী হতে চায়
প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হই এমন প্রশাসনের চিন্তা ভাবনায়!
বিষোদগার এদেশের শ্রেষ্ঠ সন্তানদের জিহ্বার অগ্রভাগে
দেশের বুকে তীর বিদ্ধ, এমন করে নাই কেউ কোনদিন আগে!
ক্ষুধিত ছায়ার অশুভ আচরণে বিভ্রান্ত বাঙালি জাতি
এরা কি সবাই সেই সপ্তম নৌবহর পাঠানোর জ্ঞাতি!
আজ-ও বেঁচে আছেন শতবর্ষী কিসিঞ্জার, সোয়াত শীপ পাঠানোর হোতা
কোথায় ব্রেজনেভ ইন্দ্রা মার্শাল টিটো, পদক্ষেপ নিয়েছিলেন যথা!
বিমুগ্ধ বিশ্বাসে ঘুমিয়েছিলো বিগত, অপরিনামদর্শী শাসক
ঘুমাইনি মার্কিন, জেগে ছিলো ‘৭১ এর পরাজিত শক্তি – জাতির রক্ত শোষক!
পশ্চিমের বিষাক্ত ধোয়ায় বাঙালির অস্তিত্ব বিলীন প্রায়
চলছে ধর্ষনের মহোৎসব —
এগিয়ে এসো ‘৭১ এর মুক্তিযোদ্ধা, মা-বোনকে দাও আশ্রয়!