কলমেঃ আজিজুল হক
==============
এই সমাজের মানুষ গুলো
বরই অহংকারী,
খুঁজ নেয়না কেউ যদি
থাকে অনাহারী।
নিজের করে থাকবো সবে
নিন্দা হব না তবে,
এক সাথে থাকবো মোরা
করবো নাকো হিংসা।
একই রক্ত মাংসের মানুষ
থাকবে মিলে মিশে
সাদা কালো ধনী গরীব
তফাৎ আবার কিসে।
বুঝতো যদি জাতির অমানুষ,
খুঁজতে হতোনা আর বিনয়ীর মানুষ।
হিংসা বিবাদ করে যারা
মনুষ্যত্বহীন মানুষ তাঁরা
হবো আমরা বিনয়ী বটে,
অহংকারী ব্যাক্তির পতন ঘটে।