মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ,বড়খাতা, হাতীবান্ধা
লালমনিরহাট,বাংলাদেশ।
অহংকার মানুষের জীবনে
পতনের একমাত্র মূল।
অহংকার মানব জীবনের,
ধ্বংসের একমাত্র শূল।
অহংকার করে জীবন,
কখনো সুখী হয় না।
অহংকারী হলে বেশি,
ভালোবাসা পায় না।
অহংকারী মানুষগুলো,
খোদা তায়ালার কাছে।
কভু কখনও কোন কালে
প্রিয় হবার নয় পাছে।
নিরহংকার মানুষ থাকে,
সবার হৃদয়ের মাঝে।
সমাজের লোক ধনী গরিব,
ভালোবাসে যেনো তারে।