কাঁদছে আজ বাংলাবাসি
কাঁদছে সারা বিশ্ব,
তুমি তো জান্নাতের ফুল
হওনি তুমি নিঃস্ব।
মাতৃগর্ভে জন্মে মানুষ
সেই মানুষ রূপি পশু,
মায়ের সত্তা ধ্বংস করে
বোঝেনা কোনটা শিশু।
সকল পুরুষই পিতা হয়
হয় ভাই, নয় ছেলে,
যেরূপেই তুমি রূপ বদলাও
জন্ম মায়ের কোলে।
জন্মের কলঙ্ক আজন্ম পাপ
সেকথা কি যাও ভুলে,
দুগ্ধ পান করেছিলে তুমি
ওই মেয়ে নামের মায়ের কোলে।
আট বছরের আছিয়া
সে-ও হয়তো একদিন হতো মা,
কি অপরাধ ছিলো তার
কেউ তো জানিনা।
নরপশুদের পিচাশ চিত্ত
কেড়ে তার জীবন,
মৃত্যুর থেকে হলোনা রেহায়
কাছে ডেকেই নিলো মরণ।
মা জাতি আজ লজ্জিত
গর্ভের অভিশাপ,
ছেলে সন্তান জন্ম দেওয়া কি
মস্ত বড় পাপ?
পিতা তুমি, ভাই তুমি, ছেলে তুমি মায়ের,
জীবন দিয়ে হলোও রক্ষা করো সতিত্ব
তোমার পাশে আছে যে মেয়ে।