কলমেঃ আসিফ ইকবাল টিপু
আদম পিতা সবার পিতা
ভেবে দেখি সবে।
আদম পিতার জন্ম সূত্রে
মানুষ মোরা তবে।
আদম পিতা ভুলের মাঝে
এলো জগৎ কূলে।
ইবলীস থেকে ধোঁকা খেয়ে
ভরলো জগৎ ফুলে।
মানব রূপে সন্তান জন্ম
করলো হাসি মুখে।
জীবন তরী বেয়ে গেলো
প্রভুর ধ্যানের সুখে।
আদি পিতা মানে তারে
শ্রেষ্ঠ নবী রাসূল।
মানব জাতি পিতার মেনে
হয় তাই শুধু আকূল।
সবার পিতা আদি পিতা
মোরা সবাই জানি।
দোয়া করি পিতার লাগি
ফেলি চোখের পানি।
প্রথম আদম পিতার জন্য
জীবন সবার ধন্য।
আদি পিতা বলে তারে
করি সবাই গন্য।