কলমেঃ আফজাল হোসেন
কারো ঘরে খুশির জোয়ার,
বইছে ঈদের দিনে,
কেউবা অশ্রু ঝড়ায়
বসে ঘরের কোণে!
ঈদ আনন্দ বয়ে আনে
অনাবিল সুখ;
যাদের স্বজন দুর প্রবাসে
মলিন তাদের মুখ!
কেউবা পরে রঙিন জামা,
ঘুরছে মাঠে-ঘাটে,
কেউবা আবার অনাহারে
উপোসে দিন কাটে!
কেউবা খায় আজ কোর্মা, পোলাও,
নিজের পেট পুরে,
কেউবা আবার খালি পেটে
ঘুরে দ্বারে দ্বারে।
সখিনা বিবির নেংটা ছেলে
ধরেছে ভীষণ জিদ্
“নতুন জামা কিনে দাও মা
আজ যে খুশির ঈদ!”
মা তারে কয় কেঁদে কেঁদে
“জিদ করিস্ নে বাপ!
ঈদ আনন্দ মোদের নয়
ভাগ্যের পরিতাপ!
বাপ মরেছে, অভাগা তোর,
ভিক্ষে করে খাই,
ভাত জোটেনা,জামা কেনার
টাকা কোথায় পাই?”
ঈদ আনন্দ সার্বজনীন
সবাই যেন পায়,
গরীব -দুঃখীর খোঁজ নিতে
সবারই আছে দায়।