কলমেঃ ইঞ্জিঃ সিরাজুল ইসলাম।
বিশ্বের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তিকে, আপনি জানেন? কেন-ইবা তিনি ভাগ্যবান? কোন দেশে বাড়ী? আপনি ভাবছেন বিদ্যুৎ গাড়ী নির্মাণ প্রতিষ্ঠান "টেলাসের" মালিক বিশ্বের সেরা ধনী
"বার্নারড আর্নস্ট" এর কথা নাকি দ্বিতীয় ধনী
ল্যারি এলিসনের কথা? এলন মাস্ক বা মুকেশ আম্বানি? ও হ্যা, বলতেই ভুলে গেছি বা আপনি নিজেও জানেন 'এলন মাস্ক' কে টপকে 'আর্নস্ট' এখন এক নাম্বার বিশ্বের সেরা ধনী!
টাকা গাড়ী বাড়ী সুন্দর নারী ব্যক্তি সুখী বা অসুখী যে কোন একটা হতেই পারেন তবে ভাগ্যবান তা বলা ঠিক হবে না! ১৯৭১ সালে বাগেরহাট শহরে লাইন দিয়ে হিন্দু আর আওয়ামী কর্মী গুলি করে হত্যা করা হতো, এমন চিত্র সারা পূর্ব পাকিস্তানের ছিলো। এমন একটা হত্যা সিরিজে ৩১ জন লোক একইসাথে গুলি করে হত্যা করা হয়, গুলি লাইন ধরে করায় একজনের ঘাড়ে কিছুটা ছিদ্র হয়ে পড়ে যায়, বাকীরা সবাই মারা গেলেও সেই ব্যক্তি রাতে হুশ হয়ে খেয়াল করে, সে বেঁচে আছে! পাকিস্তান সৈন্য রা সব মৃত্যু ভেবে চলে যায়! সে অন্য লাশের একটা গামছা খুলে গলায় বাঁধন দিয়ে "দড়া টানা নদী" পার হয়ে হাটতে থাকে এবং আমাদের গ্রামে ভোর বেলা এসে পৌঁছে এবং তাকে ডাক্তার এনে চিকিৎসার পর সে সেরে ওঠে!
প্রিয় পাঠক, সেই বেঁচে যাওয়া মানুষ টার নাম ছিলো "অসীম" যার মা-বাবা ভাই-বোন সবই একই লাইনে হত্যা হয়েছিলো সেদিন, কিন্ত অসীম নিশ্চিত ভাগ্যবান, বেঁচে গেছিলো যমের হাত থেকে!
অসীম বিশ্বের সেরা ভাগ্যবান নয়, সেরা ভাগ্যবান এখন ও জাপানের "মিতসুবিয়ম"! তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধলে সবাই মরে যাবো পরমাণু
যুদ্ধ হবে নিশ্চিত ---
আপনি জানেন কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম এই পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছিলো হিরোশিমায় শহরে জনবহুল এলাকায় ১৯৪৫ সালের ৬ ই আগষ্ট ১৫ হাজার টনের বোমাটা নিক্ষেপ করার সময় হিরোশিমা শহরে ছিলেন " " "মিতসুবিয়ম", তিনি সামান্য আহত হন এবং একদিন হাসপাতালে থেকে মনে করেন হিরোশিমা থাকবেন না তিনি নাগাসাকি তে চলে গেলেন! ১লক্ষ ৪০ হাজার লোক মারা গিয়েছিলো কিন্তু তিনি বেঁচে গেলেন , ভীত হয়ে হিরোশিমা ছেড়ে নাগাসাকি চলে যান, ভাগ্যের কি নির্মম পরিহাস পরামানু বোমা তার পিছু ছাড়ে নাই , হিরোশিমার "লিটলবয়" বেমার নিষ্ঠুরতা শেষ হতে না হতে আমেরিকা মাত্র তিন দিন পর আবার তার পৈচাশিক পরমাণু তান্ডব চালালো " নাগাসাকি" শহরে জনবহুল এলাকায় "ফ্যাটম্যান" পরমাণু বোমা মেরে! তখন ও "মিতসুবিয়ম" আহত হন এবং ৭০ হাজার লোক মরে গেলে ও তিনি বেঁচে যান!
প্রিয় পাঠক, রাখে আল্লাহ মারে কে? দুইবার পরমাণু বোমার মধ্যে পড়ে ও মিতসুবিয়ম মরেন নাই, তিনি বেঁচে ছিলেন ৯৩ বছর! তাকে বলা হয় বিশ্বের ভাগ্যবান ব্যক্তি যাকে দুইবার পরমাণু বোমা ও মারতে পারে নাই! আমেরিকার পৈচাশিক নিষ্ঠুরতা তার কাছে হেরে গেছে!