কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
আমার দেহান্তর পর, আত্মা ঘুরে ফিরবে গ্রহ থেকে গ্রহান্তর
হয়তো তখনও পৃথিবী নামক গ্রহে ফিরতে চাইবে আমার এ অন্তর!
আজ-ও ক্ষণির দুশো ছয়টা দেশের মধ্যে ভালো লাগে বাংলাদেশ
যদি-ও আছে অথর্বতা হিংসা-বিদ্বেষ ধর্মীয় হানাহানি, শকুনি খাবলে হয় দেশটা শেষ!
এদেশে অশিক্ষা কুশিক্ষা ভন্ডামি প্রতারণা অনেক বেশী
সেজন্যে দারিদ্রতা ধর্মীয় ভুল ব্যাখ্যা ধর্ম ব্যবসায়ী কপটরা দোষী!
আজ যেমন আটাশ কোটি নর-নারীর ভিতর একমাত্র তোমাকে ভালোবাসি
পরজন্ম যদি থাকে, তোমাকেই চাই, যদি আবার ফিরে আসি?
আবার তোমায় নিয়ে ঘুরবো হাত ধরে, মধুমতী পদ্মার পাড়
ধানক্ষেত গমক্ষেত কাউন চেনার আইল পেরিয়ে পাট শুকানো আড় !
টানে আমায় হাওড়-বাওড় চলনবিলের পাখীর ঝাঁক, পদ্মার ইলিশ মাছ
আমার ঠিকানা হোক সব জনমে রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দের বাংলাদেশ!
ষড়ঋতু বসন্তে ফোটে শিমুল ক্যামেলিয়া জুঁই পলাশ শত ফুলের সমারোহ
আমার আঁখি জুড়ায়, তবু বিশ্ব ধ্বংস প্রলয় দেখার বড় মহো!
যদি সৃষ্টি কর্তার ইচ্ছে হয়, আত্মা পাঠায় দুনিয়ায়
আমি ফিরতে চাই না ইরান তুরান আরব ভারত পাকিস্তানের গায়,
আমি ফিরতে চাই আমার ঝড়-ঝঞ্ঝা প্লাবনের বাংলায়, আমি বাংলার বীর!
সাড়ে সাত হাজার বছর আগে প্রোথিত বাঙালির শিকড় এই মধুমতী বলেশ্বর পদ্মা মেঘনা যমুনার তীর!