কলমেঃ মোঃ মিলন হক
বায়ু কোণের দিকে, মাথার ঊর্ধ্বভাগে;
ঘুঘু যুগলের নীড়ের সন্নিকটে।
সকালে ঘুঘু যুগলের ঘূৎকার শব্দে;
মনের গহীনে প্রফুল্লতা দানের জন্য,
আমাদের পরিচয় হয়ে ওঠুক।
ঘুঘু যুগলের ধামের সন্নিধানে;
কৃষ্ণচূড়া,পলাশ, বেলী,শিমুল
গাছের কিনারার নিচে;বেড়ে ওঠা
দূর্বা ঘাসের ওপর জমে থাকা।
শিশির বিন্দুর উপর সূর্যের আভায়,
আমাদের পরিচয় হয়ে ওঠুক।
নিস্তব্ধ দুপুরের কৃষ্ণচূড়ার,ছায়াতলে,
শুকনো পাতার মর্মরে মিলুক শব্দ।
সমীরের মৃদু স্পর্শে;অনুভূতির বাহু ছুঁয়ে,
নতুন পরিচয়ে নতুন সুর গড়ে উঠুক।
সাঁঝ বেলায় রবির অস্তাচলে,গোধূলির
রক্তিম রঙে;নদীর ধারে ভিজুক ঘুঘু
যুগলের পা। তাদের আলয়ে ফেরার
তালে,তালে নিঃশব্দ কথার আড়ালে।
আমাদের পরিচয় হয়ে ওঠুক।