কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
বিজ্ঞানের আশীর্বাদে যতদূর ইচ্ছে যেতে পারি
সাত সমুদ্র, সহস্র নদী দিতে পারি পাড়ি,
চীনের প্রাচীর, ভারতের কাঁটাতারের বেড়া
কোনোটাই আটকাতে পারে না হয়ে বেয়াড়া!
প্রোমোদে মাততে পারি যেয়ে ইন্দোনেশিয়ার "বালি"
ম্যানিলার সাবাং, ব্যাংককের 'পাত পতঙ্গ' যেথা নারী ছাড়া হৃদয়টা খালি!
যেতে পারি জর্ডানের 'ডেড সি', ডোবে না কেউ জলে
ক্যমরুনের 'খুনি হ্রদ', নিশ্চিত মৃত্যু, নিয়ে যায় তলে!
যেতে পারি 'বিশ্বের ফুসফুস' আমাজান জঙ্গলে
সাতার কাটবো তোমায় নিয়ে, নব্বই ডিগ্রি উষ্ণ প্রবাহিত জলে!
এতকিছু পারি, পারি কি ছেড়ে যেতে ঈশ্বরের পৃথিবী নামক গ্রহ
তবে কেন এত হিংসা বিদ্বেষ বিত্তের লোভ, সবের মনে 'দ্রোহ' ?
যতদূর যাই আমি শত দেশ ঘুরে
আমায় নিয়ে আসে টেনে এই পদ্মা মেঘনা যমুনার তীরে!
আছে হেথা হিংসা-বিদ্বেষ বিত্তবৈভ শক্তির দাম্ভিক লোক
তবুও আমার এই অস্তিত্বের ঠিকানা বাঙলায় বসবাসে, নাই কোন শোক!