কলমেঃ মোঃ জাবেদুল ইসলাম
আমার বাড়ি রমনীগঞ্জ,
সবুজ ঘেরা গাঁয়।
গাছ গাছালি পাখ পাখালী,
রুপের শোভা পায়।
বাড়ির পাশে আম বাগানে,
আছে যতো গাছ।
পাখিরা সব মিলেমিশে,
করে সেথায় বাস।
আমার বাড়ি রমনীগঞ্জ,
শষ্য শ্যামল গায়।
গাছের ছায়ায় লতায় পাতায়,
দারুণ শোভা পায়।
আমার বাড়ির পাশে দিয়ে,
ছোট্ট একটা নদী।
কি অপরূপ দৃশ্য তাঁহার,
দেখতে তুমি যদি।
আমার বাড়ির খানিক দুরে,
আছে একটা বিল।
ছোট বড় মাছেরা সেথায়,
করে শুধু কিলবিল।
আমার বাড়ি রমনীগঞ্জ,
ছোট আমার গাও।
রুপ গুণের গাঁপ খানি মোর,
হৃদয়ে রেখে দাও।