কলমেঃ দেবিকা রানী হালদার।
খরস্রোতা মধুমতীর স্রোত রহিত আজ
আমার দেখা মধুমতীর এ কেমন সাজ,
পথে চলা এঁটেল মাটি টানতো আমায় গায়
অন্ধকার আজ সেই শ্যামল গা অমাবস্যায়!
জটিল কুটিল রাজনৈতিক প্যাঁচ ছড়াচ্ছে পাড়ায়, গ্রামে
যে দেশের সহস্র মানুষ জীবন চালায়, রোজগার তার শ্রমে!
চিরসবুজ সেই ধানক্ষেত এখন আর নাই
স্নেহ মমতা সারা পাড়ায় ঘুরে কোথা পাই?
আমার বিশ্বাস আবার ফিরবে ক্ষেতের সবুজ রং
বুঝবে মানুষ মুখোশের আড়ালে কিছু মানুষের ঢং,
ফিরবে পাখি গোধূলি সন্ধ্যায় তার নিজ নীড়ে
চিনে নিবে সে আমায়, হাজার প্রতারকের ভীড়ে!
ডাকবে কোকিলা, ফুটবে ফুল আসবে বসন্তের খেলা
বর্ষা শেষে কূলে বসে দেখবো কাশের মেলা,
নীল আকাশে ভাসবে তখন সাদা মেঘের ভেলা!
পানকৌড়ি আর পাতি হাঁসের জমবে সোহাগ খেলা
বটমুলে পিঠাপুলির বসবে শত মেলা —
শেষ হবে বাঙালির, ভাগ্যের যতো খেলা!
আমার বিশ্বাস আছে, সব হবে আগের মতো
ধুয়ে মুছে জঞ্জাল যতো, হবে স্ব ভাবগত!
এ প্রকৃতি ভরে যাবে ফুলে ফলে
নোকা এসে ভিড়বে সেই তার স্বাভাবিক কুলে!