কলমেঃ প্রকৌশলী মোঃ মনসুরুল হক
হঠাৎ করিয়া আমি যাবো মরিয়া,
পাড়া পড়শি আসবে সবে খবর শুনিয়া
দেখিতে আসিবে আমার মরা লাশ-২
আত্মীয় স্বজন ভিড় করিয়া কাঁদিবে
সবে বিলাপ করিয়া কান্নার তুলবে রুল
দেখিতে আসিবে আমার মরা লাশ-২
পাড়া পড়শী সব মিলিয়া শেষ বিদায়ে
কেউবা মিলে খবর খোড়বে মাপ মত
কেউবা কাটবে ঝাড়ের কাচা বাঁশ
দেখিতে আসিবে আমার মরা লাশ-২
বড়ই পাতা গরম জলে শুয়াইয়া
মশারির তলে, কাপড় খোলে শেষ
গোছল দিবে, সবাই ডলিয়া ডলিয়া
দেখিতে আসিবে আমার মরা লাশ-২
মা-বাবা, ভাই-বোন কাঁদিবে অঝোরে
আত্মীয় স্বজন হঠাৎ করে মুর্চা যাবে
কাঁদিয়া কাঁদিয়া হইবে সবে পেরেশান
দেখিতে আসিবে আমারে মরা লাশ-২
মসজিদেরও ঐ পাল্কি খানা আনিয়া
জানাযা শেষে আমায় নিয়ে যাবে সবে
গোরস্থানে সবাই মিলে হাটিয়া হাটিয়া
দেখিতে আসিবে আমার মরা লাশ-২
খাট বিছানা ছাড়া আমায় রাখিবে সবে
মাটির ঘরে কবর দিয়ে আসবে সবাই
একা ঘরে একলা রেখে সঙ্গের সাথী নাই
দেখিতে আসিবে আমার মরা লাশ-২
হঠাৎ একদিন আমি যাবো মরিয়া,
পাড়া পড়শি আসবে সবে খবর শুনে
দেখিতে আসিবে আমার মরা লাশ-২