কলমেঃ সরোয়ার হোসাইন
মেয়ে আমার বড্ড পাগল আমার জন্য কাঁদে,
বাবা ভেবে সকল খাবার পুতুল কে সে সাধে।
আমিও নাকি ছিলাম এমন, আমার মেয়ের মতো,
বাবার কাছেই দিতাম আমার, অভিযোগ ছিলো যতো।
মেঘ দেখলেই ছুটে যেতাম আমি বাবার কাছে,
আমার মেয়েও চিন্তা করে বাবা কোথায় আছে।
বাবা না আসলে আমার মেয়ের ঘুড়তে যাওয়া বারণ,
বাবা ছাড়া সকল মজা তাহার কাছে অকারন।
আমি নাকি দুষ্টু বাবা সবার কাছে বলে,
আমি গেলেই তাহার দুঃখ সকল যে যায় চলে।
আমার জন্য প্রতি রাতে খারাপ স্বপ্ন দেখে,
স্বপ্ন দেখে ঘুমের ঘরে বাবা,বাবা ডাকে।
অনেক কিছুর মাঝে তাহার একটা দুঃখ হলো,
বাবা আমার স্কুল যাওয়া দেখবে কবে বলো?
হে আল্লাহ, তুমি অসিম দয়াময়,
পৃথিবীর সকল মেয়ে যেন বাবার স্নেহ পায়।