কলমেঃ মোঃ শরীফ উদ্দিন
ভালোবাসার দাবি আমি
করবোনা কো আর,
চাইবো না আর আমি ওগো
কোনো অধিকার।
দিয়ে যাও গো যত খুশি
নোংরা অপবাদ,
রেখো মনে ও সজনী
নয় আমি উন্মাদ।
পাইলে শান্তি যাও গো ভুলে
না চাপিয়া দুখ,
তুমি ছিলে আমার ওগো
ধ্বংসিবো না সুখ।
দুঃখ দিয়ে সুখ গুটিতে
হয়েছো বেহুঁশ,
আমি না হয় সইবো কষ্ট
না করেও দোষ।
এই ধরিত্রীর জনম দুখি
এই শরীফ একজন,
নমঃ নমঃ করেও তো
পাইনি কভু মন।
আর্জি আমার দরবারে তাঁর
এই না ভোক্তা পুর,
করে যেনো নিরাকার সাঁই
তোমার বিচ্ছেদ দূর।।