আমি পুরুষ !!
আমি চলি দুর্বার গতিতে, চলার পথে,
প্রান্তরে ফোটায় বায়ুমণ্ডলীয় তুফান!
আমার দু’চোখের কোঠরে লুকিয়ে থাকে,
অগ্নিগিরির অগ্ন্যুৎপাত!
আমি পুরুষ !!
আমি কখনো স্বেচ্ছাচারী সম্রাট!
আবার আমি কখনো ক্রীতদাস।
আমি সত্য প্রকাশে বলিষ্ঠ কণ্ঠস্বর।
আমার মুখ নিঃশ্বসিত আওয়াজ,
মহা শূন্যে সৃষ্টি করে,ভীষণ ত্রাস!
কম্পন সৃষ্টি করে, সবার অন্তরে।
আমি পুরুষ!!
আমার শরীর লোহার দণ্ডের থেকেও ,
তীব্র শক্ত!
আমি কভু বিপদে মোচরাইলে ও;
কখনো ভেঙে পড়ি না!
আমি কখনো অন্যায়ের বিরুদ্ধে,
মাথা নত করি না।
আমি সহস্র বাঁধা অতিক্রম করার,
জন্য সদা প্রস্তুত থাকি।
আমি বাধা বিপত্তির সম্মুখে অবিচল।
আমি পুরুষ!!
আমার পেশি শক্তি সাইক্লোন,হারিকেন,
টর্নেডো রুখে দেয়!
আমি পদাঘাতে ভাঙি পাথর বাধা।
এক নিমিষেই আমি ভেঙে দিতে পারি,
বাঘের থাবা।
আমি অগ্নির মতো সর্বগ্রাসী; সব কিছু করি নির্মূল!
আমি পুরুষ!!
আমি পুরুষ আমার জন্ম হয়েছে ,
গাধার মতো,সংসারের ঘানি টানার জন্য।
যদিও এই সংসার আমার না!
আমি পুরুষ!!
আমি সবার রুজির জোগাড় করতে
মহা ব্যস্ত!
নিজেকে নিয়ে ভাবার এক মুহুর্ত
সময় নেই আমার!
মাথায় পাহাড়সম চিন্তার ভার নিয়ে ঘুরি।
কখন সূর্যোদয়;কখন রাত্রি হয়।
সেই সব ওয়াকিবহাল নাই আমার!
আমি পুরুষ!!
তবুও সংসারের আমার কোন পূর্ণতা নেই!
নেই কোন প্রাপ্তি;নেই কোন জয়ধ্বনি!
আমার আছে শুধু অপূর্ণতা!